ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

পাচারের সময় ৯০ কেজি গাঁজা উদ্ধার, কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯০ কেজি গাঁজাসহ ইমাম হোসেন প্রকাশ ইমন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কসবা থানার পুলিশ।

আটকৃত ইমন পৌর এলাকার কালিকাপুর গ্রামের মৃত রহিজ মিয়া ছেলে।

বিজ্ঞপ্তির জানান, শুক্রবার রাতে উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ড মরাপুকুর পাড় গ্রামের আঞ্চলিক সড়ক থেকে ৯০ কেজি গাজাঁসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পাচারে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, অভিযান চালিয়ে সিএনজি থেকে ৯০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি