ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ৫ মার্চ ২০২৩ | আপডেট: ১৭:২২, ৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

আজ রোববার বিকেল তিনটার দিকে উক্ত ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। 

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি