ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেনবাগে ফের ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৯, ১০ জানুয়ারি ২০২০

সেনবাগ থানা

সেনবাগ থানা

Ekushey Television Ltd.

নোয়াখালীর সেনবাগে স্কুল ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে কবির আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাতে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়।

নির্যাতিতা স্কুলছাত্রী বাদী হয়ে সেনবাগ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত কবির আহমেদ উপজেলার হোমনাবাদ শ্রীপুর এলাকার আবু বক্কার ছিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা-মা অসুস্থ এক আত্মীয়কে দেখতে হাসপাতাল যান। ঘরে ওই ছাত্রী ও তার ছোট ভাই ছিল। হঠাৎ রাত ৮টার দিকে কেউ একজন প্রথমে দরজায় টোকা দিলে সে দরজা খুলে দেয়। খুলে দেখতে পান তাদের প্রতিবেশি কবির আহমেদকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক তার মুখ চেপে ধরে জোর পূর্বক পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি রাতে তার বাবা-মাকে জানালে এবং তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করে ওই ছাত্রীকে থানায় নিয়ে যান।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারকৃত যুবককেও জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক নবনীতা গুহ আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি