ঢাকা, শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫

আইএমএফ থেকে যেভাবে ঋণ চেয়েছি সেভাবে পাচ্ছি: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বলেছেন, আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে যেভাবে ঋণ চেয়েছি, সেভাবেই সাড়ে চার বিলিয়ন (সাড়ে চারশ কোটি) ডলার ঋণ পাচ্ছি। 

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই আমরা প্রথম কিস্তি পাবো। মোট সাত কিস্তিতে ২০২৬ সালের মধ্যে এই ঋণের পুরো টাকা পেয়ে যাবো।

বুধবার (৯ নভেম্বর) আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং শেষে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।

মুস্তফা কামাল বলেন, আমরা সাত কিস্তিতে পুরো ঋণটা পাবো। ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে পাবো ৪৪৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার। ছয় মাস পরপর ৫৫৯ দশমিক ১৮ মিলিয়ন করে পুরো ঋণটা পাবো।

তিনি বলেন, পাঁচ বছরের গ্রেস পিরিয়ড দিয়ে পরবর্তী ১০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পাওয়ার ক্ষেত্রে আইএমএফের পক্ষ থেকে কোনও শর্ত দেওয়া হয়নি। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যেসব বিষয় সংস্কারের কথা ভাবছি, তারাও একই কথা বলেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি