ঢাকা, রবিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৫

এসিআই মটরস্’র সঙ্গে ইয়ামাহা’র ছয় বছরপূর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এসিআই মার্টস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। 

২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে এসিআই মটরস্ এর সাথে। বর্তমানে সমগ্র দেশে ইয়ামাহা’র ৯৯টিরও বেশী ৩এস (সেলস্, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্ট এর মাধ্যমে কাস্টমারদেরকে সেবা দিয়ে আসছে। শুরু থেকেই এসিআই মটরস্ গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিশ্বমানের বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।

১১ নভেম্বর রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে, এসিআই মটরস্ ও ইয়ামাহা উদযাপন করল তাদের একসাথে চলার ৬ষ্ঠ বছরপূর্তি উৎসব। এসিআই সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মটরস্ এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী ইয়ামাহার সকল শো-রুমে ইয়ামাহা ইউজার ও ইয়ামাহা রাইডারস ক্লাব এর সদস্যদেরকে নিয়ে এ উৎসব উদযাপন করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি