ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫

আইআইএবি’র বার্ষিক সাধারণ সভায় ১০ জন সদস্য নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দি ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আইআইএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার (১৯ নভেম্বর) এফ.কে.এম.এ বাকি অডিটোরিয়াম, অডিট ভবন ৭৭/৭, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, উক্ত এজিএমে বোর্ড অব গভর্নরসের মোট ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

অজিত কুমার পাল, এফসিএ সভাপতি, অমিতাভ সাহা, সিজিআইএ মহাসচিব এবং আদিল ইফতেখার, সিআইএ, সিআইএসএ আইআইএবি-এর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এম. নুরুল আলম এফসিএস, সিসিইপি-১, সিজিআইএ এবং নন্দ দুলাল সাহা, এফসিএ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া এম ইকবাল হোসেন, সিআইএ, সিআইএসএ, সিআইএসএম, সিজিইআইটি, সিএফই, সিজিআইএ, আহমেদ আশিক হোসেন, সিআইএ, সিআইএসএ, সিএফই, তাহসিনুর রহিম, সিআইএ, সিআরএমএ, মো. শাহরিয়ার রানা, এফসিসিএ, সিআইএ, সিআরএমএ, এবং এম তবারক হোসেন, এফসিসিএ, সিআইএ, সিআরএমএ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি