ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

পাইকারি বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২০ নভেম্বর ২০২২ | আপডেট: ২০:০১, ২০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হবে সোমবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেবে।

বিইআরসি কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২০ নভেম্বর) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা ১২টায় বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা সংক্রান্ত কমিশন আদেশ প্রদান করবে।

এর আগে, গত ১৩ অক্টোবর বিইআরসি পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা, বিতরণ কোম্পানি ও ভোক্তাপর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ না থাকাসহ কয়েকটি কারণে দাম বৃদ্ধির আবেদন খারিজ করে দেয়।

গত ১৪ নভেম্বর পিডিবি ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে।

বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে গত ১৮ মে গণশুনানি হয়েছে। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হয় ১৪ অক্টোবর।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি