ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

উত্তরার রবীন্দ্র সরণিতে আউটলেট চালু করল ‘স্বপ্ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানী উত্তরার রবীন্দ্র সরণিতে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় নতুন এই আউটলেটটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্লট মালিক শামীমুল বারী, স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশন ইমরান হোসেনসহ আরও অনেকে। এটি স্বপ্ন’র ২৭১ তম আউটলেট।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। উত্তরার রবীন্দ্র সরণিতে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

নতুন এই আউটলেটের পুরো ঠিকানা: হাউজ নং: ০১, রোড: ১৫, আজমপুর, সেক্টর ৩, উত্তরা, ঢাকা।

স্বপ্নর নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৯৫৮-৬৩৬০৯৮- এই নম্বরে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি