ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

দেশে মোটরসাইকেল উৎপাদনে ইয়ামাহার সক্ষমতা বৃদ্ধি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইয়ামাহা সবসময় গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির সব মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। যার কারণে দেশের বাজারে ইয়ামাহা মোটরসাইকেলের চাহিদাও বেশি। দেশের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করেছে তারা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ইয়ামাহা বাংলাদেশে তাদের উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করেছে। এ উপলক্ষে গাজীপুরের ইয়ামাহা কারখানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী। 

আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ অফিসার ও চীফ জেনারেল ম্যানেজার কটারো উয়েদা, সিনিয়র জেনারেল ম্যানেজার সিগেরু ইসিকাওয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঃ রাভিন্দার সিং।

এছাড়া ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলস এবং ইয়ামাহা ও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে ইয়ামাহা জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এসিআই মটরস। মোটরসাইকেলের গুণগত মান নিখুঁতভাবে নিশ্চিত করে কারখানাটি ইয়ামাহা মোটর কর্পোরেশন জাপানের তত্ত্বাবধায়নে পরিচালিত হয় আসছে।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। 

বর্তমানে সারাদেশে এর ৯৯টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।  ১৫০ সিসি ক্যাটাগরিতে বিক্রির শীর্ষে রয়েছে ইয়ামাহা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি