ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঢাকায় বসছে সোনার মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ৩১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দ্বিতীয়বারে মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজুস ফেয়ার-২০২৩। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী এই মেলা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় বাংলাদেশে জুয়েলারি সমিতি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চেয়ারম্যান ডাক্টার দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি সবচেয়ে বড় আয়োজনে দ্বিতীয় বাজুস ফেয়ার-২০২৩  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪ নবরাত্রিতে অনুষ্ঠিত হবে। 

ফেয়ারে ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানায় বক্তারা। 

এ সময় উপস্থিত ছিলেন বাজুস উপদেষ্টা রুহুল আমিন রাসেল, জায়া গোল্ড এন্ড ডায়মন্ড চেয়ারম্যান উওম বণিক, বৈশাখী জুয়েলার্সের ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দে সহ অনেকে।

এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। ফেয়ারে ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্র'র ব্যবস্থা করা হয়েছে।

তিন দিনের এই ফেয়ারে ছয়টি সেমিনার থাকবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি