ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রিমিয়ার ব্যাংক এবং হাবের মধ্যে মত বিনিময় সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৩১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে হজ্ব এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাথে রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বি.এইচ. হারুন, এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবের প্রেসিডেন্ট এম. শাহাদাত হোসাইন তসলিম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, সৈয়দ নওশের আলী এবং শামসুদ্দিন চৌধুরী।  

প্রধান অতিথি বি.এইচ. হারুন, এমপি ও পরিচালক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তাঁর বক্তব্যের শুরুতেই হাব-এর সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে প্রিমিয়ার ব্যাংক আল্লাহ্র ঘরের মেহমানদের খেদমতে সেবা প্রদান করে আসছে বলে উল্লেখ করেন। এছাড়া তিনি বর্তমান সরকারের আমলে হাজিদের কল্যাণে গৃহীত ব্যবস্থাদি র্সম্পকে বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি এম. শাহাদাত হোসাইন তসলিম, প্রেসিডেন্ট হাব, সম্প্রতি জেদ্দায় সম্পাদিত বাংলাদেশ-সৌদি আরবের হজ চুক্তিতে গৃহীত ব্যবস্থাদি বিষয়ে সম্যক ধারণা তুলে ধরেন এবং হজ্ব রেজিস্ট্রেশনে ডিজিটালাইজেশনের সুফল র্সম্পকে আলোচনা করেন। এছাড়াও তিনি, হজ ব্যবস্থাপনার ব্যাংকিং সেবায় শুরু থেকেই প্রিমিয়ার ব্যাংকের সর্বাঙ্গীণ সহায়তার কথা স্মরণ করেন এবং হাজিদের পাশে থাকার জন্যে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।   

হাজিদের কল্যাণে ব্যাংকিং সেবায় প্রিমিয়ার ব্যাংক বরাবরের মতো সর্বদায় পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে সভায় উপস্থিত হওয়ায় হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সকল সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি এম. রিয়াজুল করিম এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের নেতৃবৃন্দ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি