ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর সাথে চুক্তি করলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কর্মীদের জন্য গ্রুপ হেল্থ ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করার লক্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন ও এস. এম. ইকবাল হোছাইন, এসইভিপি ও মানব সম্পদ বিভাগ প্রধান এস. এম. আনিসুজ্জামান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম ভুঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম কিরণ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি