ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঢাকায় নৌ-পর্যটন বিষয়ক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক পর্যটন মেলার অংশ হিসেবে শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ  ‘নৌ-পর্যটন: বাংলাদেশ প্রেক্ষিতশীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচকরা বাংলাদেশ নৌ-পর্যটনের সম্ভাবনাসমূহ তুলে ধরেন এবং খাতের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ড. মো. নাসির উদ্দিন।

বাংলদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ট্রাভেল রাইটার রকিব সিদ্দিকী।

আলোচনায় অংশ নেন পাটা বাংলাদেশ চ্যাপটার এর সেক্রেটারী তৌফিক রহমান, টোয়াব এর উপদেষ্টা মাসুদ হোসেন, টোয়াব পরিচালক তসলিম আমিন শোভন এবং পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি