ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রযুক্তিখাতে ওয়ালস্ট্রিটে বড় ধাক্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে বড় শেয়ার মার্কেট ওয়াল স্ট্রিটে বড় ধাক্কা লেগেছে। বিশেষ করে প্রযুক্তি জায়ান্ট ফেসবুক, গুগল, অ্যাপলসহ প্রযুক্তিখাতে শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়েছে। তাই এই খাতের শেয়ারগুলোর দামও কমে আসতে শুরু হয়েছে।

এরইমধ্যে ফেসবুকের ডাটা ফাঁস হয়ে যাওয়ার পরই দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রযুক্তিখাতে কড়াকড়ি আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র, এমন ভয়ে অনেকেই শেয়ার হাতছাড়া করতে চাইছেন বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট কর্তৃপক্ষ।

এদিকে আগামী ১০ এপ্রিল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জহাকারবার্গ, গুগলের প্রধান নির্বাহী সত্য নাদেলা ও টুইটারের প্রধান নির্বাহী জেক ডর্সিকে কংগ্রেসে হাজির হয়ে উদ্ভুত পরিস্থিতি ব্যাখ্যা করার আদেশ দিয়েছেন সিনেট বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান চোখ গ্রেসলি।

সিএনএন জানিয়েছে, ফেসবুকের শেয়ারের দাম ৪.৯ শতাংশ কমে গেছে। অন্যদিকে টুইটার ও গুগলের কমেছে যথাক্রমে ১২ শতাংশ ও ৪.৫ শতাংশ। এ ছাড়া অ্যাপলের কমেছে ২.৬ শতাংশ। অন্যদিকে মাইক্রোসফটের কমেছে ৪.৬ শতাংশ।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি