ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করবে ব্যাংক এশিয়া। অর্থনৈতিক অন্তর্ভূক্তির মাধ্যমে বিশাল এই জনগোষ্ঠীর উপার্জন সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমানের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে নাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেডের সাথে যুক্ত হয়ে কাজ করবে ব্যাংক এশিয়া।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুইটির মধ্যে গতকাল মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। “গ্রোয়িং টুগেদার” নামক প্রকল্পের আওতায় কাজ করবে ব্যাংক এশিয়া ও নাথান অ্যাসোসিয়েটস।

ব্যাংক এশিয়ার পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং নাথান অ্যাসোসিয়েটসের পক্ষে প্রতিষ্ঠানটির এনগেজমেন্ট পরিচালক বুদ্ধিকা সামারাসিংহে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন।

এসময়  বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ নামক সংস্থার টিম লীডার ফয়সল হোসেন এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরদার আক্তার হামেদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

//এস এইচ এস//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি