ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বেসিক ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন  

প্রকাশিত : ২২:১২, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:০১, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে দোয়া-আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার মতিঝিল সেনাকল্যাণ ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শংকর তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (তারেক)।

ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দ,সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি