ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

এক মাসে মিলবে বন্ড লাইসেন্স

প্রকাশিত : ১৬:০৯, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বন্ড ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এতে ভবিষ্যতে বন্ডেড ওয়্যারহাউজের সুবিধা পেতে শর্ত মেনে আবেদনের ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স পাবেন রফতানিকারকরা। আর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে পণ্য রফতানির জন্য তিনদিনের মধ্যে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) সনদ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যবসায়ীদের হয়রানি কমাতে ও বিনিয়োগ বাড়াতে এ সব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বন্ড ব্যবস্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকল্পের অধীনে এ উদ্যোগ নেওয়া হয়। মতামতের জন্য খসড়া এসওপি এরই মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পাঠানো হয়েছে।

এনবিআর সূত্র জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার রোধ ও দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতেই বন্ড ব্যবস্থায় আদর্শ পরিচালন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি