ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

গ্রামীণফোন ও টেলিনর হেলথের সঙ্গে সহজ-এর চুক্তি

প্রকাশিত : ২৩:১৪, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

গ্রামীণফোন লিমিটেড ও টেলিনর হেলথের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে সহজ লিমিটেড। এ চুক্তির ফলে, সহজে কর্মরতরা গ্রামীণফোনের করপোরেট বিজনেস সল্যুশন সুবিধার পাশাপাশি, টেলিনর হেলথের টনিকের ডিজিটাল স্বাস্থ্যসেবাসহ লাইফ কাভারেজ পাবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেড-এর প্রধান নির্বাহী মাইকেল ফোলি, টেলিনর হেলথের সিটিও কিথ দে আলউইস এবং সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহজ লিমিটেডের সিএফও মাকসুদুল ইসলাম, প্রতিষ্ঠানটির হেড অব এইচআর আফলাতুন কায়সার, গ্রামীণফোন লিমিটেডের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, প্রতিষ্ঠানটির এসএমই বিজনেস ডিরেক্টর শাওন আজাদ, টেলিনর হেলথের হেড অব বিটুবি অ্যান্ড পার্টনারশিপ মো. মোবায়দুর রহমান এবং টেলিনর হেলথের বিটুবি সেলস লিড মাহমুদ অফিসার।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি