ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আইসিবি ক্যাপিটালের সঙ্গে এসবিএসি ব্যাংকের চুক্তি সই

প্রকাশিত : ২০:০৫, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সোহেল রহমান রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আইপিও এর জন্য ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি সই করেন।

চুক্তির মাধ্যমে এসবিএসি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিল।

এসময়ে ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডেপুটি সিইও সুলতান আহমেদ, ব্যাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি