ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শেষ হল ক্যামেলকো সম্মেলন

প্রকাশিত : ২০:৩৪, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বা ক্যামেলকোদের নিয়ে দু’দিনের সম্মেলন গত শনিবার শেষ হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে হবিগঞ্জের একটি রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সার্বিক সহযোগিতা করে দ্যা অ্যাসোসিয়েশন অব অ্যান্ট্রি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (এএসিওবিবি)। গত শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

বিএফআইইউর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, বিএফআইইউর অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী ও এএসিওবিবির চেয়ারম্যান মোহাম্মদ বোরহানউদ্দিন। সম্মেলনে বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি