ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়া ও আরএকে ব্যাংকের চুক্তি

প্রকাশিত : ১৭:৪৯, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

গ্রাহকদের জন্য বৈদেশিক বাণিজ্য এবং রেমিটেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক এশিয়া লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আরএকে ব্যাংক এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং আরএকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এফআইজি এন্ড ইন্টারন্যাশনাল) জিন পিয়ারি লি রোক্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্প্রতি রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ইন্টারন্যাশনাল বিজনেস ও এক্সপোর্ট ফিন্যান্স প্রধান এসএম ইকবাল হোসেন, ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান মো. জিয়া আরফিন, ফরেন রেমিটেন্স প্রধান খন্দকার মুজাহিদুল ইসলাম এবং আরএকে ব্যাংকের মাহাদিবান রাধাকান্ত, হেড অব ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন শ্রিনিবাস রামাদুরাই, এরিয়া ম্যানেজার (এফআইজি এন্ড ইন্টারন্যাশনাল) দুশায়ান্ত শিরান উপস্থিত ছিলেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি