ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শিল্প মন্ত্রনালয় থেকে অ্যাওয়ার্ড বেক্সিমকো ফার্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানীকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড সম্প্রতি শিল্প মন্ত্রনালয় থেকে ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০১৮ লাভ করেছে।

রোববার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইডিইবি) অডিটরিয়ামে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ পুরস্কার তুলে দেন। বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব রিসোর্সেস এম এ আরশাদ  ভূঁইয়া পুরস্কারটি গ্রহণ করেন।বৃহৎ শিল্প (ক্যামিকেল) বিভাগের আওতায় বেক্সিমকো ফার্মা প্রথম স্থান দখল করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্তিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,শিল্প সচিব মো. আব্দুল হালিম, ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক এসএম আসরাফুজ্জামান।

এনএম/কেআই 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি