ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কামরান টি রহমান পুনরায় বিইএফের সভাপতি নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কামরান টি রহমান। ২০১৯-২১ সাল পর্যন্ত দু’বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। 

এর আগে ২০০৭-০৯ এবং ২০১৭-১৯ সাল এই দুই মেয়াদে তিনি সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এবং তিন মেয়াদে আইএলওর গভর্নিং বডির সদস্য ছিলেন।

এছাড়া বিইএফের সহসভাপতি হিসেবে হাবিবুল্লা এন করিম নির্বাচিত হয়েছেন। তিনি দুই মেয়াদে বেসিসের সভাপতি ছিরেন। 

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- তামিম আহমেদ, মিস তাহসিনা আহমেদ, তানভির আহমেদ, সৈয়দ তারেক মো. আলী, মিস সুসমিতা আনিস, সেলিম চৌধুরী, সৈয়দ তানভির হুসাইন, কেএইচ আসাদুল ইসলাম, মিস ভিডিয়া আমরিদ খান, শফিক আরিফ তাবানি, এম শাহ আলম, শাহিদ আলম, ফজলি শামিম ইসান, মো. মুনির হোসেন, জহিরুল ইসলাম, কাদের লেলি, মো. জাহিদ মিয়া, মো. মাহমুদুর রহমান পাটোয়ারি। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি