ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাঘায় ইসলামী ব্যাংকের ৩৮৩তম শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম বাবুল। 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাঘা শাখার প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন। 

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন- বাঘা পৌরসভার প্যানেল মেয়র মোছাঃ মনোয়ারা বেগম, বাঘা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ কামাল হোসেন, সমাজ সংগঠক মোঃ মামুন হোসেন ও ব্যবসায়ী শ্রী বিপুল কুমার। 

অনুষ্ঠান শেষে শাখার এটিএম বুথও উদ্বোধন করা হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি