ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক লিটন

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৭, ৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান লিটন।

সোমবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

সভাপতি আকতারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জাবি শাখা ছাত্রলীগের পূর্বের কমিটির সহ-সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনিও পূর্বের কমিটির সহ-সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটি গঠনের জন্য ১০ কর্ম দিবসের মধ্যে ছাত্রলীগ কর্মীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সংসদ। এরই প্রেক্ষিতে আড়াই মাস পর নতুন এ কমিটি ঘোষণা করা হল।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি