ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

নওরীনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় ইবি’র শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১৬ আগস্ট ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধা’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বন্ধন-৩২ ব্যাচের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধনে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং নওরীনের বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার।

এসময় ‘নারীর প্রতি প্রতিহিংসা বন্ধ হোক, আত্মহত্যা না-কি হত্যা, আমিও একজন নারী আমি ভয়ে আছি, আমার ক্যাম্পাসের সম্পদ ফেরত দিন, ছাদ থেকে পড়ে গেলো না-কি ফেলে দিল’ এসব প্লেকার্ড হাতে মানববন্ধনে যোগ দেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, একজন প্রতিবাদী, প্রগতিশীল মেয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে। কীভাবে চলে গেল তার ব্যাখ্যাটা কিন্তু এখনও আমাদের কাছে অস্পষ্ট। কাউকে জোর করে শাস্তি দেওয়া হোক একথা আমরা কখনোই বলছি না। আমরা বলছি, তদন্ত করা হোক এবং প্রকৃত সত্যটা জাতিকে জানানো হোক।

বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ছয়তলা থেকে পড়ে গিয়েও নওরীনের দেহে কোন আঘাত বা থেঁতলে যাওয়ার চিহ্ন নেই, পুলিশের কাছ থেকে শুনেছি। এতে সন্দেহ জাগায়। আমরা সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক বিচারের দাবিতে রাস্তায় থাকবো।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি