রাজশাহী বিশ্বদ্যালয়ে শিবির-ছাত্রজোট সংঘর্ষ
প্রকাশিত : ০৯:৩৩, ২৮ মে ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রজোটের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে উভয়পক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এটিএম আজহারুল ইসলামকে দায় মুক্তি প্রদানের মাধ্যমে চব্বিশের গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করা হয়েছে বলে দাবি করে এর প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্রজোট।
মঙ্গলবার রাত ৮টার দিকে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের সামনে থেকে এ মশাল মিছিল বের করা হয়।
অপরদিকে, শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসলামী ছাত্রশিবিনের নেতাকর্মীরা শাহবাগীদের ফাঁসির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। শহীদ জোহা চত্বর থেকে তারা মিছিলটি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংক্ষপ্ত পথসভা করে।
এ সময় ছাত্র জোটের মশাল মিছিলটি বুদ্ধিজীবী চত্বরে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা পাল্টা-পাল্টি স্লোগান দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধেঁ যায়। এ সময় উভয়পক্ষ চেয়ার ও মশাল ছুড়ে মারে।
শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন, ছাত্রজোটের কর্মীরা মশাল মিছিল নিয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে। এ সময় তারা আমাদের উপর মশাল ব্যবহার করে। এতে দুইজন আহত হন। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক ফুয়াদ রাতুল বলেন, আমাদের কর্মসূচি ছিল সন্ধ্যা ৭টায়। হঠাৎ শাহবাগ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রশিবির মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এ কারণে আমরা এক ঘন্টা পর মিছিল শুরু করেছিলাম তাদের সমাবেশ শেষ হওয়ার পর।
তিনি বলেন, দুই দফায় আমাদের উপর হামলা চালিয়েছে ছাত্রশিবির নেতাকর্মীরা। মিছিল নিয়ে যাওয়ার সময় পরিবহন মার্কেটের সামনে প্রথম আমাদের উপর হামলা করা হয়। পরে মিছিল বের করার পর বুদ্ধিজীবী চত্বরে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হন।
ছাত্র উপদেষ্টা কনক কুমার পাঠক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এএইচ
আরও পড়ুন