মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে রোববার থেকে ক্লাস শুরু
প্রকাশিত : ০৮:২৮, ২৪ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে।
বুধবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি জানান, আগামী রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু করা হবে। ওই দিন নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রম চালু করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।
এতে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত হয়েছে ৩২ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, এ ঘটনায় চিকিৎসাধীন আছে ১৬৫ জন।
এএইচ
আরও পড়ুন