জাবির হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
প্রকাশিত : ১২:৫৫, ৫ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অভিযান চালিয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে হল প্রশাসন শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করে।
জানা গেছে, হল প্রশাসন গোপন সংবাদে খবর পেয়ে রোববার রাতে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩নং কক্ষে অভিযান চালিয়ে লকারের ভেতর ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে আটক করে।
আটককৃত শিক্ষার্থী জানায়, তার গ্রামের বাড়ি জামালপুরের সীমান্তবর্তী এলাকা হতে এই মদগুলো থার্টিফাস্ট নাইটে পান করার জন্য সংগ্রহ করেন।
আটককৃত আজওয়াদ ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী হলেও ওই রুমেই থাকতেন। তার গ্রামের বাড় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
অভিযুক্ত আজওয়াদ গত জাকসু নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করলেও জাবি ছাত্রদল আজ বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে তাকে ছাত্রদল কর্মী হিসেবে অস্বীকার করে।
বিবৃতিতে হল সংসদ নির্বাচনে প্যানেলে সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল বিধায় এখানে সকলেই ছাত্রদল করে এমনটি নয় বলে জানানো হয়।
জাবি ছাত্রদল শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুতে হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের জন্য উন্মুক্ত ছিল। এখানে দলীয়ভাবে কোন মনোনীত দেওয়া হয়নি। হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল হতে অনেকেই নির্বাচন করতে পারে তবে সবাই ছাত্রদল কর্মী নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে রাতে সেই রুমে যাই এবং তার লকার ও খাটের নীচে থেকে মাদকগুলো জব্দ করি। হল প্রশাসন থেকে আমি শৃঙ্খলাবিধি অনুসারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেছি। তারাই পরবর্তী বিষয় দেখবেন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি সত্য। তবে এ বিষয়ে হল প্রশাসন সঠিকটি বলতে পারবে বলেও জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










