ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চবি সংবাদদাতা

প্রকাশিত : ০০:৩১, ২০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণ অংশ নেন ৩৫ জন তরুণ ক্যাম্পাস সাংবাদিক।

রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। কর্মশালার সমন্বয়ক ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক কায়সার।

পিআইবির মহাপরিচালক ও একুশে পদক প্রাপ্ত জাফর ওয়াজেদ বলেন, আমরা এই বন্ধের সুযোগে সুন্দর একটি প্রশিক্ষণ সম্পন্ন করে ফেললাম। আমি যে সময় চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদ করেছি তখন ক্যাম্পাসে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি। অনেক সময় ক্যাম্পাসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। রিপোর্টের জন্য মামলা খেতে হয়েছে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর আর সতেজ অবস্থা বিরাজমান।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমি আশির দশকের ছাত্রী ছিলাম। তখন ক্যাম্পাসে অন্য রকম একটা দলের রাজত্ব ছিল। সেসময় সাংবাদিকদের অনেক কষ্ট আর ত্যাগের মাধ্যমে সাংবাদিকতা করতে হতো৷ ওই সময়ের সাংবাদিকরা পাইওনিয়ার হিসেবে ভূমিকা রাখায় আমাদের ছেলেরা আজ সাংবাদিকতা করতে পারছে। পিআইবি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এমন প্রশিক্ষণ সাংবাদিকদের আরও শানিত করবে।

উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, একজন সাংবাদিক জাতির দর্পণ। সমাজে একজন শিক্ষক থেকেও সাংবাদিকের দাম অনেক বেশি৷ তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বাঞ্ছনীয়। একজন সাংবাদিক সমাজ বিনির্মাণে অনেক অবদান রাখেন৷ শুধু ভুল ধরে নয়, দিক নির্দেশনা দিয়েও সাংবাদিকদের সমাজকে এগিয়ে নিতে হবে।

অনলাইনে আয়োজিত তিনদিন ব্যাপী এই কর্মশালার প্রথমদিন প্রশিক্ষণ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিছ। তার প্রশিক্ষণের বিষয় ছিল সংবাদ ধারণা ও রিপোর্ট লেখার কলাকৌশল।

দ্বিতীয় দিনে ফিচার, সাক্ষাৎকার ও ফ্যাক্ট চেক বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের প্রধান সাহস মুস্তাফিজ।। তৃতীয় ও সমাপনী দিনে অনুসন্ধানী প্রতিবেদনের উপর প্রশিক্ষণ দেন নিউইয়র্ক টাইমসের স্প্রিঙ্গার জুলফিকার আলি মাণিক।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি