ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

কার সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ৮ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অনেক বছর ধরেই একের এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তবে সাম্প্রতিক সময়ে সিনেমার থেকে বেশি তার ব্যক্তিগত জীবন নিয়েই তিনি বেশি বিতর্কে থাকেন।

বিয়ে, প্রেম থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন এখন বেশি আলোচনায়। এবার ফের খবরের শিরোনামে নায়িকা।

কিছুদিন আগেই অংশুমান প্রত্যুষের ‘ধপ্পা’ ছবির শুটিং করলেন শ্রাবন্তী। নারীকেন্দ্রিক এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকেও। ধপ্পার শুটিং শেষ করেই নয়া ছবির কাজ শুরু করবেন শ্রাবন্তী। তার আগামী ছবি ‘ভয় পেয়ো না’। নতুন পরিচালক অয়ন দে-র সঙ্গে কাজ করতে চলেছেন নায়িকা। এই হরর থ্রিলারে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী ও ওম। স্বামী স্ত্রীর চরিত্রেই তাদেরকে দেখা যাবে।

এই হরর থ্রিলারের গল্প এগিয়েছে তমসা আর ডা. সুশান্তকে কেন্দ্র করে। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে তমসার। তমসার বিরুদ্ধে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে, সেখান থেকেই বেরিয়ে আসে নয়া রহস্য। শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। পর্দার বাইরে ওমের সঙ্গে ভালো সম্পর্ক শ্রাবন্তীর। নায়িকার মতে ওম নয়া প্রজন্মের এক প্রতিভাবান অভিনেতা। 

ছবি প্রসঙ্গে ওম বলেন, ‘এখনও স্ক্রিপট রিডিং হয়নি, এমনকি ছবি ওয়ান লাইনারও শোনা হয়নি। অয়ন বন্ধু, তাই ওর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। শ্রাবন্তীর সঙ্গে আগে কাজ করেছি। পর্দার বাইরে আমাদের ভালো সম্পর্ক। তবে এই প্রথম জুটি হিসাবে কাজ করব।’ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে শুটিং।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি