ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

বিয়েতে ক্যাটরিনার লেহেঙ্গার দাম শুনলেই চমকে যাবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:০০, ১০ ডিসেম্বর ২০২১

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের সওয়াই মাধোপুরের ফোর্ট-বারওয়াতে একেবারে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং বলিউড অভিনেতা ভিকি কৌশল।

বলিউডের এই বহুল আলোচিত এবং প্রতীক্ষিত বিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ক্যাটরিনা কাইফ অবশ্য বিয়ের আগে দেওয়া একটি সাক্ষাৎকারে এই গোপনীয়তার খানিক ইঙ্গিত দিয়ে ছিলেন। 'ভিক্যাট'-এর বিয়ে ঘিরে জল্পনাও ছিল তুঙ্গে। বিশেষ করে ক্যাটরিনা এবং ভিকি তাদের জীবনের এই বিশেষ দিনে কেমন ভাবে নিজেদের সাজাতে চলেছেন, সে বিষয়ে কৌতূহলী ছিলেন অজস্র মানুষ।

বলিউডের অন্যান্য দম্পতিদের মতো ভিকি এবং ক্যাটরিনার বিয়ের পোশাকেরও পরিকল্পনা সব্যসাচী মুখোপাধ্যায়ের। বিয়ের দিন সন্ধ্যায় ক্যাটরিনা সেজেছিলেন জারদৌসী এমব্রয়ডারি করা মটকা সিল্কের লাল লেহঙ্গায়। 

ক্যাটরিনার ওড়নাটির পাড়ে ছিল সোনার জরির কাজ। এ ছাড়া ক্যাটরিনা পরেছিলেন ২২ ক্যারেটের হিরের গয়না। গয়নাগুলিও সব্যসাচী মুখোপাধ্যায়ের 'হেরিটেজ জুয়েলারি' থেকে নেওয়া হয়েছে। ভিকি এবং ক্যাটরিনার বিয়ের সাজের খুঁটিনাটি গতকালই সব্যসাচী মুখোপাধ্যায় তার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন।

তবে সব্যসাচী মুখোপাধ্যায় যেটি প্রকাশ করেননি সেটি হল-- ক্যাটরিনা কাইফের পরনের লেহঙ্গাটির দাম। সূত্রের খবর, সব্যসাচী মুখোপাধ্যায় প্রকল্পিত এই লাল লেহঙ্গাটির দাম ১৭ লাখ টাকা। বহুমূল্যের এই রাজকীয় লেহঙ্গায় বৃহস্পতিবার বিয়ের সন্ধ্যায় আরও যেন মোহময়ী হয়ে উঠেছিলেন বলিউডের নববধূ ক্যাটরিনা কাইফ কৌশল।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি