ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

আসছে জন আব্রাহামের অ্যাকশন থ্রিলার ‘অ্যাটাক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গতকাল সবাইকে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। ডিলিট করে দিয়েছিলেন ইনস্টাগ্রামে তার সমস্ত পোস্ট। এতে ফ্যানরা পড়ে গিয়েছিলেন ব্যাপক চিন্তায়। কিন্তু বুধবার সকাল সকাল সব চিন্তা মিটিয়ে দেন এই বলিউড স্টার। নতুন করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করলেন তিনি। পোস্ট করলেন তার আগামী সিনেমা ‘অ্যাটাক’-এর টিজার। এই মুহূর্তে তার ইনস্টা প্রোফাইল জুড়ে শুধুমাত্র ‘অ্যাটাক’।

অ্যাকশন আর থ্রিলারে ভরা টিজার শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘‘ভারতের প্রথম সুপার সোলজারের তৈরি হওয়ার সাক্ষী থাকুন। টিজার আউট নাও! ২৮ জানুয়ারি ওয়ার্ল্ডওয়াইড রিলিজ করবে অ্যাটাক।’’

এই সিনেমাতে জন আব্রাহাম -এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ এবং রাকুল প্রীত সিং-কে। এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অগস্ট ২০২০। কিন্তু করোনা মহামারীর থাবায় বাকি সব সিনেমার মুক্তির মতো এটির মুক্তিও পিছিয়ে যায়।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জন আব্রাহামের আরও একটি সিনেমা ‘সত্যমেব জয়তে ২’। সেই সিনেমাতেও প্রশংসিত হয়েছিলো জন আব্রাহামের অভিনয়।

সূত্র: এই সময়
এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি