ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

রণবীর কপুরের কাছে `A` মানে আলিয়া নয়, তাহলে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শিগগিরই মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি 'ব্রহ্মাস্ত্র' । সম্প্রতি ছবির মোশন পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এর আগে রাজামৌলির ছবি 'ট্রিপল আর'-এর ট্রেলার লঞ্চে 'R' অক্ষরটি তার কাছে কতটা ভালোবাসার, তা প্রকাশ করেছিলেন আলিয়া ভাট। কিন্তু এবার তার সঙ্গে ঘটল বিপরীত ঘটনা। 'ব্রহ্মাস্ত্র'র মোশন পোস্টার লঞ্চে রণবীর কপূর সোজাসাপটা জানিয়ে দিলেন যে, 'A' মানেই কিন্তু আলিয়া নয় একেবারেই। তাহলে?

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 'ব্রহ্মাস্ত্র' ছবির মোশন পোস্টার লঞ্চে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত রণবীর-আলিয়া। অনুষ্ঠানে উপস্থিত দর্শকের মধ্যে উত্তেজনা দেখা দেয় দুই তারকাকে সামনে পেয়ে। 

তারা আলিয়া ভাটের কাছে জানতে চান তার কাছে 'R' অক্ষরটির মানে কী? রণবীরও আলিয়ার কাছে একই প্রশ্ন করে বসেন। আর তাতেই লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রীকে। 

কিছুটা অপ্রস্তুতে পড়ে যাওয়া আলিয়া বলেন, 'আমি অবাক। বুদ্ধিদীপ্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি।' এরপর কিছুটা থেমে আলিয়া আরও বলেন, 'আর অক্ষরটা আমার কাছে ভালোবাসার'। অভিনেত্রীর এই জবাবেই মজেছেন অনুরাগীরা।

'ব্রহ্মাস্ত্র'র মোশন পোস্টার লঞ্চে আলিয়া ভাট রণবীর কপূরকে জিজ্ঞাসা করেন, 'তোমার কাছে 'A' মানে কী?' সেখানে উপস্থিত দর্শকরা প্রত্যেকেই ভেবেছিলেন 'রাজি' অভিনেত্রীর নাম বলবেন রণবীর। 

কিন্তু অভিনেত্রী এবং অনুরাগীদেরকে চমকে দিয়ে রণবীর উত্তর দেন, 'A মানে অমিতাভ বচ্চন। A মানে অয়ন মুখোপাধ্যায়'। 

প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। এবং রণবীর-আলিয়ার  সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চলেছেন অমিতাভ বচ্চন।

প্রসঙ্গত, গত প্রায় চার বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কপুর ও আলিয়া ভাট। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা।

সূত্র: এবিপি আনন্দ 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি