ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

অভিনয়ের পথে করণের ৪ বছরের পুত্র!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:৩৮, ২৭ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বলিউডের স্টার-কিডদের অন্যতম ভরসার নাম করণ জোহর। বহু স্টারকিডকে নিজের পরিচালিত কিংবা প্রযোজিত ছবিতে সুযোগ করে দিয়েছেন। সেই তালিকায় কি এবার জুড়তে চলেছে তার চার বছরের পুত্র যশের নাম?

খোদ করণের ইনস্টাগ্রাম থেকে পাওয়া গেল এই ইঙ্গিত। রোববার ইনস্টাগ্রামে করণের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেল, করণের নির্দেশে অভিনেতা হিসেবে অডিশন দিচ্ছে ছোট্ট যশ।

ভিডিওতে দেখা যাচ্ছে ধূসর রঙের একটি টিশার্ট পরে রয়েছে যশ এবং তার বাবার নির্দেশ অনুযায়ী সাধ্যমতো বিভিন্ন মুখভঙ্গি করে নিজের অভিনয় প্রতিভা পেশ করে চলেছে এই খুদে।

ভিডিওর নামও দিয়েছেন করণ, 'অডিশন মর্নিং।' সেখানে দেখা যাচ্ছে করণের কাছ থেকে হাসিখুশি মুখভঙ্গি করার নির্দেশ পেয়ে একগাল হেসে খুশি হওয়ার ভঙ্গি করছে ছোট্ট যশ। আবার রেগে যাওয়ার নির্দেশ পাওয়ামাত্রই তা তৎক্ষণাৎ পালন হল। তারপরের পালা ছিল অবাক হওয়ার। চোখ বড় বড় করে, মুহূর্তে দু'হাতে মুখ ঢেকে সেটিও হল।

আলিয়া ভাট, বরুণ ধাওয়ানদের মত ষ্টার কিডদের যেমন নিজের পরিচালনায় বলিপাড়ায় পা রাখতে সাহায্য করেছেন তিনি, তেমন অনন্যা পাণ্ডের মতো একাধিক তারকাদের নিজের প্রযোজিত সংস্থার ছবিতে সুযোগ করে দিয়েছেন করণ। এর জন্য স্বজনপোষণ-এর অভিযোগের আঙ্গুলও একাধিকবার উঠেছে করণের বিরুদ্ধে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি