ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

কোভিডের থাবায় শঙ্কিত দেশের শোবিজ অঙ্গন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের থাবা টালিউড-বলিউডকে কাবু করেছে আগেই। এবার এই ভাইরাসের নতুন ঢেউ ঢালিউডকেও রীতিমতো কাবু করে ফেলেছে। এরইমধ্যে বেশ কয়েকজন তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে অভিনেতা তুষার খান এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। 

শাবনাজের স্বামী অভিনেতা নাঈম গণমাধ্যমে বলেন, ‘‘হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবনাজকে। তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক।’’ এছাড়াও বর্তমানে কোভিড আক্রান্তের তালিকায় রয়েছেন পূর্ণিমা, নির্মাতা অমিতাভ রেজা ও কণ্ঠশিল্পী ন্যান্সি।

অন্যদিকে বিদ্যা সিনহা মিমের বিয়েতে অংশ নিয়ে কোভিডে আক্রান্ত হন একঝাঁক তারকা। গতমাসে রাজধানীর একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন মিম। এতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। অনুষ্ঠানের পর একে একে আক্রান্তের খবর এসেছে। সেই দলে রয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন, অভিনতো সজল, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও তার স্ত্রীসহ অনেকে। 

এদিকে ক’দিন আগেই করোনা ভাইরাস মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে মুক্ত হলেও এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে কলকাতায় অবস্থান করা আরেক অভিনেত্রী মিথিলাও চলতি মাসে কোভিডের কবলে পড়েন। ৮ জানুয়ারি নিজের কোভিড আক্রান্তের কথা জানান তিনি।

এদিকে দেশের তারকাদের একের পর এক কোভিড আক্রান্তের খবরের মাঝেই আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পীদের দুটি নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচন ঘিরে এরইমধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন করোনা সংক্রমণ বৃদ্ধির।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি