ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ২০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির।

সাব্বির জানান, আব্দুল মান্নান মিলন নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় মাসে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে ঐশীর বাবা।

‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে ঐশী খ্যাতি পেয়েছেন সংগীতাঙ্গনে। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে তার ‘দুষ্টু পোলাপাইন’ গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি