ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সৌদি থেকে রুবেলের সেলফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন চিত্রনায়ক রুবেল। সেখান থেকেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেন মক্কা শরিফে তোলা একটি সেলফি।

রোববার (১৭ এপ্রিল) সোশাল মিডিয়ায় মক্কা শরিফে তোলা সেলফিটি শেয়ার করেন তিনি। 

শুক্রবার (১৫ এপ্রিল) সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।  ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

রুবেলের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন আগে থেকেই নাকি ওমরাহ করার পরিকল্পনা ছিল তার।

যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে গেছেন রুবেল। 

উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু শপথ না নিয়ে তার পদটি সহ-সভাপতি পদে হেরে যাওয়া চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলেন জানান।

কারণ হিসেবে কারাতে প্রশিক্ষণ ও ব্যক্তিগত ব্যস্ততার কথা জানান তিনি। বিষয়টি নিয়ে আলোচনার জন্ম হলে রিয়াজ এটি নিতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে, ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি রুবেল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি