ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রণবীর ২০-আলিয়া ১২, সেই বয়সেই একসাথে ডেবিউ করার কথা ছিল ‘রালিয়ার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পাঁচ বছর প্রেম করার পর চলতি মাসেই মুম্বাইতে বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। ১৪ এপ্রিল পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে চারহাত এক হয়। নবদম্পতিকে খুব শীঘ্রই দেখা যাবে আয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত ফ্যান্টাসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’-তে। তবে জানেন কি এই জুটির একসাথেই বলি ডেবিউ করার কথা ছিল, সেটাও আবার সঞ্জয় লীলা বনশালির ছবি দিয়ে। 

সঞ্জয় লীলা বনশালি যখন ‘বালিকা বধূ’ বানানোর কথা ভাবছিলেন, তখন ভাবা হয়েছিল আলিয়া আর রণবীরের নামই।

কাপুর পরিবারের ছোট ছেলের তখন বয়স ছিল ২০, আর আলিয়ার ১২। সেই ছবির সেটেই প্রথম দেখা হয় তাদের।

এমনকী, একসাথে ফোটোশ্যুটও করেছিলেন। খবর বলে, সেই ফোটোশ্যুটের সময় আলিয়াকে নাকি রণবীরের কাঁধে হেলান দেওয়ার কথাও বলা হয়েছিল। আর তাতে খুব লজ্জা পেয়েছিল মহেশ ভাট-কন্যা। 

২০১৭ সালে এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রণবীর কাপুরও। বলেছিলেন, ‘অনেকেই জানে না আমার আর আলিয়ার একই ছবি দিয়ে ডেবিউ করার কথা ছিল। ছবির নাম ছিল ‘বালিকা বধূ’। আমরা ফোটোশ্যুটও করেছিলাম। আর সেই থেকেই আমি আলিয়ার ভক্ত।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি