ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

৭৯ বছরে অমিতাভের ‘কিক’ দেখে তাজ্জব ভক্তরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

‘বুড্ঢা হোগা তেরা বাপ’। ২০১১ সালে এই নামেই একটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর কেটে গেছে এক দশক। আজ তিনি ৭৯। কিন্তু আজও যেন ‘বুড্ঢা’ হতে তীব্র আপত্তি বিগ বি’র।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করা তার ছবিগুলো যেন আবারও মনে করিয়ে দিল বয়স একটা সংখ্যা মাত্র। তবে তাদের কাছেই, যারা এতে লাগাম পরাতে পারেন। আর অমিতাভের মতো করে বয়সকে জয় করতে ক’জনই বা পারেন। যা ফের প্রমাণ করে দিল তার দুরন্ত ‘কিকে’র ছবিগুলো।

গত শতাব্দীর সাতের দশকে সেই যে বলিউডে রাজ্যপাট বিস্তার করেছেন শাহেনশাহ, আজও সেই মসনদে বহাল তবিয়াতে রয়েছেন অমিতাভ। কিন্তু মহাতারকারা হয়তো এমনই হয়। সব সময়ই যেন নিজের উচ্চতাকেই ছাপিয়ে যাওয়ার ইচ্ছে। আর এই মুহূর্তে অমিতাভ মজেছেন টাইগার শ্রফে। জ্যাকি-পুত্রের শারীরিক ক্ষিপ্রতা দেখে তাজ্জব হয়েই এই শারীরিক কসরত করতে দেখা গেছে তাকে।

নিজের পোস্টেই একথা জানিয়েছেন অমিতাভ। তার পোস্টে তিনি লিখেছেন, ”টাইগার শ্রফ ওই ‘কিক’ দক্ষতার জন্য যত লাইক পায় তা দেখে আমারও ইচ্ছে হল আমিও চেষ্টা করে দেখি, যদি অল্পবিস্তর লাইক পেয়ে যাই।”

এই সরস মন্তব্যের সঙ্গে ছবিগুলি দেখে মুগ্ধ ভক্তরা। প্রায় আশি ছুঁয়ে ফেলা এক ‘যুবকের’ এই কীর্তি দেখে কুর্নিশ করছেন তারা। প্রথম ঘণ্টা চারেকের মধ্যেই লাইক পেরিয়ে গেছে ৩ লক্ষের গণ্ডি।

অমিতাভের পোস্টটি শেয়ার করেছেন টাইগারও। দেশের ‘গ্রেটেস্ট’ তারকা ও ‘গ্রেটেস্ট’ অ্যাকশন হিরোর এই প্রশস্তিতে যে তিনি আপ্লুত, সেকথা জানিয়ে জ্যাকি তনয়ের সাফ কথা, ”স্যার, যদি আর কয়েক বছর পরে আমি আপনার মতো ‘কিক’ করতে পারি, তাহলে সেটাকে আশীর্বাদ মনে করব।”

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি