ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশের হাহাকার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৩ মে ২০২২

Ekushey Television Ltd.

ঘড়ির কাঁটা তখন মাঝরাত ছুঁই ছুঁই। হঠাৎই অভিনেতা অঙ্কুশ হাজরার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভেসে এল এক পোস্ট। প্রমিকা ঐন্দ্রিলা সেনের জন্য তার মন খারাপ। প্রেমিকা নাকি অনেকটা বদলে গিয়েছে। প্রেমিকের তাই হাহাকার, ‘‘ আমার সেই পুরনো ঐন্দ্রিলাকে ফিরিয়ে দাও।’’

ব্রেকআপ নয়, নেই তৃতীয় ব্যক্তির গুঞ্জনও, তবে কী এমন হল যে মাঝরাতে প্রেমিকার জন্য এমন আপসোস অঙ্কুশের?

সম্প্রতি ঐন্দ্রিলা ওজন কমিয়েছেন অনেকটাই। তাই আগের ও এখনকার মধ্যে এখন বিস্তর ফারাক তার। যখন ধারাবাহিকে অভিনয়  করেছেন তখনও ঔন্দ্রিলা মানে ছিল ভরাট মুখ আর লম্বা চুল। কিন্তু অভিনেত্রী এখন সম্পূর্ণ মেদহীন। সবমিলিয়ে চেহারায় এখন ফিটনেস দৃশ্যমান।

কিন্তু প্রেমিকের যে পছন্দ ছিল এই গোলুমোলু মানুষটিকেই। 

ঐন্দ্রিলার তখনকার ও এখনকার দুই ছবি শেয়ার করে তাই অঙ্কুশ লিখেছেন, ‘‘ইশ আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল, ওর মুখে চকলেট, ফাস্ট ফুড, মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেই চলেছি। আমি আমার সেই পুরনো ঐন্দ্রিলাকে ফিরে পেতে চাই।’’ সঙ্গে একগুচ্ছ দু:খের ইমোজি।

বান্ধবী এখন সুপারহট, কিন্তু ফোলা গালের দু:খে কাতর অভিনেতা।

শুধু অঙ্কুশই না, আগের সেই ঐন্দ্রিলাকে ফেরত পেতে চান অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘনিষ্ট বন্ধু আরেক তারকা পূজা বন্ধ্যোপাধ্যায়। যদিও আগের আকারে ফিরতে নারাজ ঐন্দ্রিলা। তার ডায়েট চলছে পুরোদস্তুর ডায়েট মেনেই।

সূত্র: এবিপি আনন্দ
এমএম/   


  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি