ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ক্যারিয়ারের শুরুতে রাঁধুনির সঙ্গে থাকতেন আয়ুষ্মান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

শুধু পরিচালক হিসেবে নন, অভিনয় আর নিজের গানের জন্যও বলিউডে খ্যাতি অর্জন করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে অনেকটা লড়াই করতে হয়েছে অভিনেতাকে। সেই লড়াইয়ের কথা অনেকেই জানেন না। 

তার আসন্ন সিনেমা ‘অনেক’-এর প্রচারে এখন ব্যস্ত আয়ুষ্মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইয়ে আসার পর লড়াইয়ের শুরুর দিনগুলোর কথা মনে করেন এই অভিনেতা।

অভিনেতা বলেন, ‘‘আমি যখন মুম্বই এসেছিলাম, রাঁধুনিকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। একটাই রুম ছিল আমাদের। আমরা শেয়ার করে থাকতাম। যেহেতু আমি রান্না করতে পারতাম না এবং থাকার জায়গা ছিল না, তাই ওকে আমার ঘরেই থাকতে বলেছিলাম। সেই কারণে আমরা একসঙ্গে থাকতাম।’’

সেই সময়ের কথা মনে করে আয়ুষ্মান আরও জানান, প্রথম কয়েক বছর তিনি দিল্লিতে ছিলেন। রেডিও জকি হিসাবে কাজ করেছিলেন। প্রথম দিকে তিনি তার কাকার সঙ্গে থাকতেন, পরে মুম্বাই চলে আসেন। 

অনুভব সিনহার ‘অনেক’ সিনেমাতে শীঘ্রই দেখা যাবে আয়ুষ্মানকে। তিনি একজন গোপন পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন। আগামী ২৭ মে মুক্তি পাবে এই সিনেমা। এছাড়াও আগামী সিনেমা ‘ডক্টর জি’-তেও অভিনয় করছেন আয়ুষ্মান।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি