ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

‘সিলেটের মানবিক বিপর্যয়ে সবার উচিত পাশে দাঁড়ানো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ডুবে গেছে অসংখ্য বাড়ি-রাস্তাঘাট। লাখ লাখ মানুষ পানি বন্দি। এই খারাপ পরিস্থিতে মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা অনেকের মধ্যে থেকেই এসেছে। তাদের মধ্যে রয়েছে অনেক তারকাও।

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইতোমধ্যে তিনি কিছু মানুষকে সহায়তা দিয়েছেন। এছাড়া একটি তহবিল গঠনের মাধ্যমে আরও বড় পরিসরে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বাপ্পী বলেন, “ছবি বা ভিডিওতে আমরা যা দেখছি, সিলেটের বন্যা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আমি এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মত না। এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।”

বাপ্পী আরও বলেন, “আমি বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সেই সঙ্গে যারা ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। আমি নিজেও বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার দর্শক-বন্ধুদের যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।”

আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি