ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

কন্যা সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী পুতুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২১ জুন ২০২২

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুলের ঘরে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত এই তারকা।

সোমবার (২০ জুন) তার ভেরিফায়েড ফেসবুকে একটি বার্তা শেয়ার করে এ খবর জানান। সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। মা ও শিশু দুজনই সুস্থ আছে বলেও জানান তিনি।

পুতুল বলেন, ‘‘জন্মাবার কথা ছিল আরো অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’’

সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা।

২০২১ সালের ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরু আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলির সঙ্গে ঘর বাঁধেন পুতুল। তাদের সংসার আলো করে জন্ম নিল প্রথম সন্তান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি