ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

‘বিদায়’ বললেন আদনান সামি, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৯ জুলাই ২০২২

আদনান সামি

আদনান সামি

শোবিজ দুনিয়াকে ‘অলবিদা’ জানালেন গায়ক আদনান সামি! সেইসঙ্গে নিজের ইনস্টাগ্রাম ওয়াল থেকে পুরনো সব ছবি এবং ভিডিও-ও মুছে ফেলেছেন গায়ক। তারওপর ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি, যেখানে লেখা রয়েছে- ‘অলবিদা'। আর এ নিয়েই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। 

৫০ বছর বয়সী গায়ক এই পোস্ট শেয়ার করার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের। ‘লিফট করাদে’ গায়ক আর হয়তো কোনওদিনই মাইক্রোফোন হাতে গাইবেন না- এই আশঙ্কায় মন কাঁদছে সবার। যদিও কেউ কেউ আবার মনে করছেন, হয়তো এটা গায়কের আসন্ন কোনো গানের টিজার!

পাক বংশোদ্ভূত এই গায়কের জন্ম যুক্তরাজ্যে। বেড়ে ওঠা কানাডায়। ২০১৬ সালে ভারত সরকার তাকে নাগরিকত্ব দেয়। গানের পাশাপাশি নিজের বডি ট্রান্সফরমেশনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন আদনান সামি। 

নিজের প্রথম অ্যালবাম মুক্তিকালে ২৩০ কেজি ওজন ছিল গায়কের। এখন তিনি একদম ছিপছিপে চেহারার অধিকারী। ২০২০ সালে ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয় আদনান সামিকে। যা নিয়ে বিতর্কও কম হয়নি। 

এদিকে, গত মাসেই সপরিবারে মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন সুনজারা খ্যাত এই সঙ্গীত শিল্পী। মলদ্বীপের সমুদ্র সৈকতে তার অবসরযাপনের সেই ছবি রীতিমত ঝড় তোলে সামাজিক মাধ্যমে। তাকে দেখে তো চেনাই দায়! আচমকাই সেইসব ছবি কেন মুছে ফেললেন এই তারকা? তা নিয়েই জল্পনা এখন তুঙ্গে।

যদিও এখন পর্যন্ত শিল্পীর তরফে কোনো জবাব পাওয়া যায়নি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি