ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

শাহরুখের শ্যুটিংয়ের ছবি ফাঁস, ব্যবস্থা নিলেন পরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

এসময় নতুন সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত বলিউডের কিং খান শাহরুখ খান। কখনও লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে, কখনও গাড়িতে উঠছেন। আর এমন সব সময়ের ছবি ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাতেই নারাজ পরিচালক রাজকুমার হিরানি।

চার বছরের অপেক্ষা। ২০২৩-সালে আবারও স্বপ্নের নায়ক শাহরুখ খানকে পর্দায় দেখার প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন বছরে কিং খানের একগুচ্ছ সিনেমা মুক্তি পাওয়ার কথা।

আপাতত লন্ডনে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’র শ্যুটিংয়ে ব্যস্ত কিং খান। আর যত গন্ডগোল বিদেশ-বিভুঁইয়ে গিয়েই। ইতোমধ্যেই লন্ডনের ইতিউতি ফ্রেমবন্দি হয়েছেন নায়ক। আর তাতে বেজায় বিরক্ত পরিচালক।

শ্যুটিংয়ের কোনও না কোনও মুহূর্ত ফাঁস হয়ে যাচ্ছে। তাই এ বার বেশ কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন পরিচালক। আর এরপর  অনুরাগীদের মনে প্রশ্ন কী সেই সিদ্ধান্ত? 

তারপর জানা যায়, শ্যুটিংয়ের সমস্ত পরিকল্পনাই আবার নতুন ভাবে করছে টিম। বলিউডের এক সংবাদ সংস্থা সূত্রে খবর বিদেশের কোনও প্রত্যন্ত জায়গায় শ্যুটিংয়ের কথা ভাবছেন পরিচালক। যেখানে কাক-পক্ষী ঘুণাক্ষরেও টের পাবে না। আর তা না হলে মুম্বাইয়েই সেট তৈরি করা হবে। যদি বিদেশে একান্তই শ্যুটিং করতে হয়, তাহলে কড়া নিরাপত্তার মধ্যে হবে শ্যুটিং।

প্রসঙ্গত, এই সিনেমাতে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নায়ককে। মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি