ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

সাকিব-বুবলি একসাথে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব খান। সিনেমার নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। সিনেমাটির একটি গানের শুটিংয়ে অংশ নিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক তপু খান। 

গণমাধ্যমকে তপু জানান, ‘লিডার’ সিনেমার বাকি সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। আগামী ১ অক্টোবর থেকে শাকিব শুটিং করবেন।

‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই। 

এদিকে, দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও শাকিব নিজেকে নতুনভাবে তৈরি করছেন। ওজন কমিয়ে এই তারকা আগামীতে নতুন চমক নিয়ে আসছেন। আগের মতো গড়পড়তা ছবি না করে নতুন নতুন কাজের ব্যাপারে ‘ভীষণ চুজি’ হয়েছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি