ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাদিয়ার ভাইয়ের লজিং মাস্টার আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের গানের মডেল হলেন দর্শকপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম নদী। ‘শ্মশান’ শিরোনামের একটি গানে প্রথমবারের মতো তাকে দেখা যাবে। একই সঙ্গে নাদিয়ার সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা যাবে আসিফকেও। গানটি লিখেছেন তরুণ মুন্সি। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাকির রানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

সম্প্রতি পুরান ঢাকায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এটি একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। গল্পে দেখা যাবে, আসিফ একজন লজিং মাস্টার। নাদিয়ার ছোট ভাইয়ের শিক্ষক তিনি। সেখান থেকে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়। মিউজিক ভিডিওটি নিয়ে নাদিয়া দারুণ উচ্ছ্বসিত।

নতুন এ কাজটি নিয়ে নাদিয়া বলেন, ‘ছোট বেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে আসছি। তার অনেক গানের কথা আমি লিখে রাখতাম। আসিফ ভাইয়ের গান শুনে মনে হতো তার এত কষ্ট কেন? কিন্তু এই কাজটির সময় সম্পূর্ণ বিপরীত একজন মানুষকে দেখেছি। তিনি অনেক বন্ধুসুলভ একজন মানুষ। কাজের সময়ও অনেক সহযোগিতা করেছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি