ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফিরেছেন বিরুষ্কা, ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইতালিতে রূপকথার বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে দেশে ফিরেছেন বিরুষ্কা। দেশে ফিরেই বিরাটের বাড়িতেই উঠেছেন নববধূ অনুষ্কা। তবে বিয়ের মতোই দেশে ফেরার খবরও গোপন করেছেন তাঁরা। আপাতত নবদম্পতি ব্যস্ত নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে।
তবে যতই লুকিয়ে রাখুন না কেন, ইতিমধ্যেই পরিবারের সঙ্গে বিরাট-আনুশকার হালকা মেজাজে গল্প গুজব করার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে আনুশকাকে দেখা যাচ্ছে গোলাপি রঙের চুড়িদার ও কুর্তায়।
অপরদিকে দুই তারকার রিসেপশন পার্টি নিয়ে জোর জল্পনা চলছে বলিউড পাড়ায়। সেখানে কারা কারা আমন্ত্রিত তা এখনও গোপনেই রেখেছেন বিরুষ্কা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি