ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাট-আনুশকার দেশপ্রেম নিয়ে প্রশ্ন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিয়েটা সেরেছেন চুপিসারেই। তবুও বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চারিদিকে একটাই আলোচনা শোনা যাচ্ছিল, আর সেটা হল বীরুষ্কা রূপকথার বিয়ে। ইতালির টাস্কানিতে বিয়ে সারার পর সেই ছবি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। আর এরপরই তা নিমেশে ভাইরাল হয়ে যায়। পরে সামনে আসে তাঁদের মধুচন্দ্রিমার ছবিও।

মধুচন্দ্রিমা সেরে দেশে ফিরেছেন বিরুষ্কা। দেশে ফিরেই বিরাটের বাড়িতেই উঠেছেন নববধূ অনুষ্কা। তবে বিয়ের মতোই দেশে ফেরার খবরও গোপন করেছেন তাঁরা। আপাতত নবদম্পতি ব্যস্ত নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে।

তবে বিয়ের খবর নিয়ে এখনও চলছে গুঞ্জন, আলোচনা, বিতর্ক।

বিরাট-আনুশকার দেশপ্রেম নিয়েই প্রশ্ন তুলে ভারতের মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রের বিজেপি বিধায়ক পান্নালাল শাক্য বলেন, ‘ভারতে বিয়ে না করে ইতালিতে গিয়ে বিয়ে করলেন কেন তারা? এই দেশে রাম, কৃষ্ণ, বিক্রমাদিত্য, যুধিষ্ঠির বিয়ে করেছেন। আপনারাও তো এ দেশেই বিয়ে করেছেন বা বিয়ে করবেন। আমাদের কাউকে তো বিয়ে করার জন্য বিরাটের মতো বিদেশ যেতে হয়নি। উনি ভারতের কারণে নাম ও যশ উপার্জন করেছেন, অথচ সে সব দিয়ে এসেছেন বিদেশে।’

সূত্র: জিনিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি